উন্নয়ন প্রচেষ্টা
তালা, সাতক্ষীরা
Terms of Reference নিম্নে উল্লেখকরা হলো
উন্নয়নপ্রচেষ্টা (এনজিও) তালা, সাতক্ষীরা Promoting Agricultural Commercialization Enterprise (PACE) প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদি “আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে সাতক্ষীরাস্থ তালা উপজেলায় বিদ্যমান গাভী ক্লাষ্টারের উন্নয়ন ও সম্প্রসারণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩,১০০ জন গাভী পালনকারী/ উদ্যাক্তাদের নিয়ে কাজ করছে। প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও নি¤েœাক্ত বিষয়ের অবস্থান তুলনামূলক বিশ্লেষন/ অগ্রগতি /মান নিরুপনের নিমিত্তে তালা উপজেলার তালা সদর ও ইসলামকাটি ইউনিয়নের মোট ৩১০০ জন পালনকারী/ উদ্যাক্তাদের প্রাক-অবস্থান মূল্যায়ন এবং প্রতিবেদন প্রনয়ন করতে হবে।
প্রকল্পের লক্ষ্য : দুধ উৎপাদন বৃদ্ধি ও গোবরের উৎপাদমুখী ব্যবহারের মাধ্যমে গাভীপালনকারী উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্ম সংস্থান সৃষ্টি করা।
প্রকল্পের উদ্দেশ্য :
খামার ব্যবস্থাপনায় good management practice-এর মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধি করা ও প্রাণিজ আমিষের ঘাটতি কমানো।
কেঁচো সার উৎপাদনের মাধ্যমে সহায়ক আয়ের উৎস প্রস্তুত করা।
দক্ষ গ্রাম্য প্রাণি চিকিৎসক তৈরি করা।
সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি নানাবিধ প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করা।
বিষয় সমূহ ঃ
১. প্রকল্পেরসদস্যদের বর্তমান দুধ উৎপাদন, গোবরের উৎপাদনমুখী ব্যবহারের মাধ্যমে তাদের আয় ও কর্ম সংস্থানের বর্তমান অবস্থা।
২. প্রকল্পের সকল সদস্যের পারিবারিক সম্পদের বর্তমান অবস্থার ।
৩. প্রকল্প ভূক্ত উদ্যোক্তার বর্তমান গড় আয়।
৪. গাভী পালনকারী ৩১০০ জনের good management practice বিষয়ে কারিগরি দক্ষতা আছে কিনা?, দুধ উৎপাদন কত? এবং প্রানিজ আমিষের ঘাটতি কতটুক ু?
৫. বর্তমানে কেঁচো সার উৎপাদন উদ্যোক্তা আছে কিনা? থাকলে তৈরী সার বাজারজাতকরণের মাধ্যমে আয়ের পরিমাণ কত?
৬. বর্তমানে প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম্য প্রাণি চিকিৎসক আছে কিনা?
৭. গাভী/ বকনাপালনকারী ৩১০০ জন ছাড়াও আরো সদস্য নয় এমন উদ্যোক্তা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যমান সেবার সাথে সংযুক্ত আছে কিনা?
৮. প্রকল্পভূক্ত গাভীপালনকারী/খামারী ও উদ্যোক্তা গাভী/বকনা পালন কর্মকান্ডের দ্বারা উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে বাৎসরিক মুনাফার পরিমাণ কত ?
৯. ৩০০০ জন ক্ষুদ্র উদ্যোক্তা গাভী/ বকনা পালন খাত দীর্ঘায়িত করার জন্য তাদের উদ্যোগ বা আগ্রহ কেমন?
১০. বর্তমানে প্রকল্পভূক্ত সদস্যদের গাভী/বকনার সংখ্যা কত ?
১১. গাভী/ বকনা পালনকারী ক্ষুদ্র উদ্যোক্তা বড়বড় উদ্যোক্তাদের সাথে সরবরাহকারী ও চুক্তিভিত্তিক খামারী হিসাবে সঙ্গবদ্ধ কিনা?
১২. বিভিন্ন পর্যায়ের ৩১০০ জন উদ্যোক্তার গাভী/ বকনা পালন বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আছে কিনা?
১৩. গাভী/ বকনাপালনকারী উদ্যোক্তা উদ্ভাবিত বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি গ্রহণ / ব্যবহার করে কিনা?
১৪. বর্তমানে স্থানীয় প্রাণিসম্পদ সেবা প্রদানকারীর সংখ্যা?
১৫. বর্তমানে পশুখাদ্য, টিকা এবং ঔষধ উৎপাদন ও বাজারজাতকারী, স্থানীয় উপকরণ সরবরাহকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের সহিত ৩১০০ জনগাভী/বকনা পালন খামারী / উদ্যোক্তার সাথে সংযোগ আছে কিনা?
১৬. উন্নয়ন প্রচেষ্টায় কর্মরত ২৫ জন কর্মকর্তা গাভী/ বকনা পালন প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রাপ্ত আছে কিনা?
১৭. উন্নত সুষম দানাদার খাবার উৎপাদন ও বাজারজাতকারীদের সাথে উদ্যোক্তাদের মত বিনিময় সভা হয় কিনা?
১৮. গবাদি প্রাণিরঔষধ/ টিকা সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে উদ্যোক্তাদের সাথে নিয়মিতযোগাযোগ হয় কিনা?
১৯. তরল দুধ ও দুগ্ধজাতপণ্য বাজারজাতকরণের জন্য উদ্যোক্তাদের মত বিনিময় সভা হয় কিনা?
২০. বর্তমানে উদ্যোক্তাগণ উন্নত ব্যবস্থাপনায় গাভী পালন ও ব্যবসা পরিকল্পনা বিষয় দক্ষ কিনা?
২১. বর্তমানে কতজন এল এস পি-র (লাইভস্টকসার্ভিস প্রোভাইডার) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আছে?
২২. স্থানীয় দুধ সংগ্রহকারীদের স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ করে কিনা?
২৩. উদ্যোক্তাদের দুগ্ধজাতপণ্য প্রক্রিয়াজাতকরণ (ভাল মানের ও নতুনত্ব) বিষয়ে দক্ষ কিনা?
২৪. উন্নতজাতের কাঁচা ঘাসের চাষ করে কিনা এবং গভীকে খাওয়ায় কিনা?
২৫. উদ্যোক্তাদের উন্নত জাতের কাঁচা ঘাস চাষের দক্ষতা আছে কিনা?
২৬. খাদ্য/বীজ/মেডিসিন বিক্রেতাদের ব্যবসা ও খামার ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ কিনা?
২৭. আদর্শ খামার প্রদর্শণীর কোন মাঠ দিবস হয় কিনা?
২৮. উদ্যোক্তাদের নিকট ল্যাকটো মিটার আছে কিনা?
২৯. উদ্যোক্তাগণ অভিজ্ঞতা অর্জনের জন্য কোন Exchange visit/cross visit করে কিনা?
৩০. প্রকল্প বাস্তবায়ন এলাকায় নিয়মিত টিকা ও কৃমিনাশক সেবা ক্যাম্প হয় কিনা?
৩১. বর্তমানে গাভী পালনকারী খামারীগন গাভীর রোগ ব্যাধি নিকট Disease Calender আছে কিনা?
৩২. বর্তমানেগাভীপালন উদ্যোক্তাদের নিকটসুষমখাবারচার্ট আছেকিনা?
৩৩. স্থানীয় গোয়ালা/ দুধসরবরাহকারীদের পরিবেশ সম্মত মিল্কক্যান / কন্টেইনার আছে কিনা?
৩৪. গাভীপালনকারী আয়-ব্যয় হিসাব, দুধ উৎপাদন, প্রজনন এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য কার্ড সংরক্ষণ /ব্যবহার করে কিনা?
৩৫. প্রকল্প এলাকায় আদর্শ খামার আছে কিনা? থাকলে কত জন?
৩৬. প্রকল্প এলাকায় উদ্যোক্তাগণ ভার্মি কম্পোষ্ট উৎপাদনে করে কিনা? ভার্মি কম্পোষ্ট উৎপাদনে দক্ষতা আছে কিনা?
৩৭. বর্তমানে জৈব সারবাজারজাতকারী কোম্পানী/ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ভার্মি কম্পোষ্ট উৎপাদনকারীদের কর্মশালা ও মত বিনিময়ের মাধ্যমে কোন উদ্যোক্তা বানিজ্যিক ভিত্তিতে ভার্মি কম্পোষ্ট উৎপাদনে উদ্বুদ্ধ হয়েছে কিনা?
৩৮. বর্তমানে জৈবসার উৎপাদনকারী/বাজারজাতকারী কোম্পানী প্রতিনিধিরা কর্ম এলাকা পরিদর্শন কওে কিনা?
৩৯. কর্ম এলাকায় হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ/এলজি চাষের প্লট স্থাপন আছে কিনা?
৪০. উদ্যোক্তাদের হাইড্রোপনিক ফডার চাষ ও এলজি উৎপাদনে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আছে কিনা?
উপরোক্ত বিষয় প্রাক-অবস্থান মূল্যায়ন এবং প্রতিবেদন বিশ্লেষণ/ প্রাক অবস্থা/অবস্থান/ মান/পরিমান/সংখ্যা ইত্যাদি থাকতে হবে।
সেখ ইয়াকুবআলী
পরিচালক
উন্নয়নপ্রচেষ্টা
তালা, সাতক্ষীরা।
Copyright © 2017 UNNAYAN PROCHESTA. All Rights Reserved.