Fax: Phone: Mobile: Email: Address:

পরিচালকের বক্তব্য

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম জনবহুল দেশ। যার সম্পদ খুবই সীমিত। এদেশের শতকরা ৮০ ভাগ লোক গ্রামে বাস করে। গ্রামে বসবাসকারী জনগোষ্ঠীর বৃহত্তর অংশ দরিদ্র, বাকী অংশ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। দরিদ্র জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা পূরণে অক্ষম। বিপুল সংখ্যক এই দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও মৌলিক চাহিদাগুলো পূরণের নিশ্চয়তার লক্ষ্যে স্বাধীনতা উত্তরকাল থেকে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো কাজ করে আসছে। বিভিন্ন ভাবে আর্থিক ও মানবিক সাহায্য প্রদান করার মাধ্যমে এই সকল সংস্থাগুলোর পদযাত্রা শুরু হয়। ক্রমান্বয় সঞ্চয় ও ঋণ কার্যক্রম সেবার দ্বারা দরিদ্র জনগোষ্ঠীকে বিশেষ করে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং দরিদ্র জনগোষ্ঠীকে সেবার বিনিময়ে অর্জিত সেবামূল্য থেকে সংস্থাকে স্থায়িত্বশীল/টেকসই করার দৃঢ় প্রত্যয় এবং অভিপ্রায় নিয়ে নতুন করে কাজ শুরুহয়। দরিদ্র জনগোষ্ঠীকে তাদের ক্ষমতানুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে দারিদ্র বিমোচন, মৌলিক চাহিদা পূরণ ও মানব মর্যাদা প্রতিষ্ঠিত করা উন্নয়ন সংস্থা সমূহের অঙ্গীকার একটি নীরব বিপ্লবে রূপান্তরিত হয়েছে। যার অংশ হিসেবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভিন্ন আঙ্গিকে ১৯৯৩ সালে পদযাত্রা শুরু করেছে “উন্নয়ন প্রচেষ্টা ” নামে এই বেসরকারী উন্নয়ন সংস্থা।
আমি অত্যান্ত কৃতজ্ঞ চিত্তে স্বীকার করছি যে, উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি এবং সফলতা অর্জনে সাধারণ ও কার্যনির্বাহী পরিষদ একক এবং যৌথভাবে তাদের দায়িত্বসমূহ সুন্দর সুষ্টুভাবে পালন করে চলেছেন। কার্যনির্বাহী পরিষদ নিয়মিত আলোচনা সভার মাধ্যমে সংস্থার স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সে বিষয়ে নিয়মিত ফলো-আপ করছেন। নির্বাহী পরিষদের সভাপতি জনাব মো: মজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সংস্থার কাজের সুঠু পরিবেশ এবং সুশাসনের প্রতি স্থানীয় প্রশাসন সহ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আস্থা, বিশ্বাস এবং ঋণ সহযোগিতা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমি উন্নয়ন প্রচেষ্টার কর্মরত সকল পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের নিরলস পরিশ্রম, সততা ও নিষ্ঠার জন্য। আমি দ্যার্থহীনভাবে স্বীকার করছি যে, উন্নয়ন প্রচেষ্টার সকল পর্যায়ের কর্মীগন যদি তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন না করতেন তাহলে উন্নয়ন প্রচেষ্টার কর্মএলাকা সম্প্রসারন ও কাজের গুনগত মান নিশ্চিত করা সম্ভব হত না।
উন্নয়ন প্রচেষ্টার পক্ষ থেকে আমি পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশনের(পিকেএসএফ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অব্যহত সহযোগিতা ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়ার জন্য। স্থানীয় সরকার, প্রশাসন সহ উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক সংগঠিত সমিতিসমূহের সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য। উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি ও সফলতা উত্তোরোত্তর বৃদ্ধি পাবে বলে আমার দৃড় বিশ্বাস।

সেখ ইয়াকুব আলী
পরিচালক
উন্নয়ন প্রচেষ্টা

Design & Development By Northtech Software