Fax: Phone: Mobile: Email: Address:

চাকুরীর বিজ্ঞপ্তি দৈনিক পূর্ব অঞ্চল ৭ ডিসেম্বর ২০১৭

Posted On: Dec 09, 2017 at 1:20 pm | Posted In: Uncategorized | No Comment

নিয়োগ বিজ্ঞপ্তি

বে-সরকারী উন্নয়ন সংস্থা “উন্নয়ন প্রচেষ্টা” পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন
করে আসছে। কার্যক্রমের আওতায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নি¤œলিখিত পদে দরখাস্ত আহবান করছে।

ক্রমিক নং পদের নাম ও বয়স সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১ শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ ৪০ বছর ১০ জন নূন্যতম স্নাতক সহ ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় শাখা ব্যবস্থাপক হিসেবে কাজের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার ও সফট্ওয়ার কাজের দক্ষতা থাকতে হবে।
২ ক্রেডিট অফিসার বয়স সর্বোচ্চ ৩৫ বছর ২০ জন স্নাতক পাশ ক্ষুদ্রঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স শিথিলযোগ্য।

আবেদনের শর্তাবলীঃ
১. আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব/ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নং সহ আবেদনপত্র “ পরিচালক, উন্নয়ন প্রচেষ্টা, তালা, সাতক্ষীরা” এই ঠিকানায় ২১/১২/২০১৭ খৃ: তারিখের মধ্যে ডাকযোগে, সরাসরি অথবা সংস্থার ই-মেইল ঁহহঢ়ৎড়লড়ন১৬@মসধরষ.পড়স মাধ্যমে পাঠানো যাবে। এবং ২২/১২/২০১৭ খৃ: তারিখ সকাল ১০:০০ মি: লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। কোন ওহঃবৎারবি ঈধৎফ ইসু করা হবেনা।
২. প্রথম ছয় মাস ১ নং পদে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,০০০ থেকে ২০,০০০/- টাকা। এছাড়া মটর সাইকেল ফুয়েল ও মোবাইল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। ২ নং পদে মাসিক বেতন সর্বসাকুল্যে ৯০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
৩. সকল পদে ০৬ (ছয়) মাস ঢ়ৎড়াধঃরড়হ চৎরড়ফ শেষে কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক হলে চাকুরীতে স্থায়ীকরণ সহ সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা সহ পিএফ, গ্রাচ্যুইটি, চবৎভড়ৎসধহপব অষষড়ধিহপব ও অন্যান্য সুয়োগ সুবিধা প্রদান করা হবে।
৪. পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন টিএ/ডিএ দেওয়া হবে না।
৫. ত্রুটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬. কর্তৃপক্ষ কোনরুপ কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ এবং যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
পরিচালক
সেখ ইয়াকুব আলী

Your email address will not be published. Required fields are marked *

Design & Development By Northtech Software